সীমান্তে ১৫ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

শেয়ার করুন

পঞ্চগড়ে সীমান্তে পাচারের সময় ১৯ কেজি ৩০৩ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি এ সময় ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ২৪,৬৯০/-টাকাসহ মোঃ জুয়েল (৩২) নামে একজনকে আটক করা হয় ।

রবিবার ( ১৭ সেপ্টেম্বর ) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির প্রধান পাড়া এলাকা থেকে সোনার বারসহ জুয়েলকে আটক করে বিজিবি। আটক মোঃ জুয়েল হলেন, ওই ইউনিয়নের মাধুপাড়া গ্রামের মোঃ আফসার আলীর ছেলে।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী ননী গোপাল পাল জানান, ১৭ সেপ্টেম্বর আনুমানিক ৯ ঘটিকায় সময় নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)র লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫ / ৪-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে জুয়েল মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময়, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কোমরে থাকা স্বর্ণের বার গুলো কয়েকটি মাটিতে পড়ে যায়, পড়ে শরীর তল্লাশি করে ১৯ কেজি ৩০৩ গ্রাম ওজনের ১৯ টি বড় স্বর্ণের বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। তাকে গ্রেপ্তার করে ঘাগড়া বর্ডার আউটপোস্ট পঞ্চগড় থানায় মামলা করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া পঞ্চগড় অনলাইনকে বলেন, পঞ্চগড়ের সদরের উপজেলার হাড়িভাসা এলাকায় ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ জুয়েলকে আটক করে থানায় সোপর্দ্য করেছে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।

মন্তব্য করুন

Back to top button