শোক দিবসে পঞ্চগড়ে বিজিবির চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী বিতরণ

শেয়ার করুন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
Is Spinach Basically a Steroid? New Research Suggests It Might Be pharmacom labs review 2019 can precision medicine rescue a multibillion-dollar pharma debacle?
সোমবার ( ১৫ আগস্ট ) সকালে তেঁতুলিয়া উপজেলার, তিরনই ইউনিয়নের,  ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপজেলার নারী ও পুরুষসহ প্রায় ১ হাজার পাঁচশত দুস্থ ও অসহায় মানুষকে সেবা প্রদান করা হয়।

মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করে রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এবং কর্মহীন ও ছিন্নমূল শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চাল , ডাল, আলু, চিনি , তেল সহ (নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী) বিতরণ করেন ।
Kaufen Sie Bodybuilding-Steroide Anavar 10mg – deepbreath viagra 100 mg sicher online kaufen Kaufen Sie Bodybuilding-Steroide Anadrol 50mg.
এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন ( ১৮ বিজিবির ) অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ মাহফুজুল হক , সহকারি পরিচালক, মো: হাচানুর রহমান, রণচন্ডী বিওপি (১৮ বিজিপির ) নায়েব সবেদার মোঃ ওয়াহিদুল ইসলাম, এবং পঞ্চগড় সিভিল সার্জন অফিস থেকে, সহকারী সার্জন, এমবিবিএস, বিসিএস, স্বাস্থ্য ডা: মোঃ সাফাত বিন সাহ্ সহ বিজিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button