শোক দিবসে পঞ্চগড়ে বিজিবির চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী বিতরণ

শেয়ার করুন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
Is Spinach Basically a Steroid? New Research Suggests It Might Be pharmacom labs review 2019 can precision medicine rescue a multibillion-dollar pharma debacle?
সোমবার ( ১৫ আগস্ট ) সকালে তেঁতুলিয়া উপজেলার, তিরনই ইউনিয়নের, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপজেলার নারী ও পুরুষসহ প্রায় ১ হাজার পাঁচশত দুস্থ ও অসহায় মানুষকে সেবা প্রদান করা হয়।
মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করে রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এবং কর্মহীন ও ছিন্নমূল শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চাল , ডাল, আলু, চিনি , তেল সহ (নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী) বিতরণ করেন ।
Kaufen Sie Bodybuilding-Steroide Anavar 10mg – deepbreath viagra 100 mg sicher online kaufen Kaufen Sie Bodybuilding-Steroide Anadrol 50mg.
এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন ( ১৮ বিজিবির ) অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ মাহফুজুল হক , সহকারি পরিচালক, মো: হাচানুর রহমান, রণচন্ডী বিওপি (১৮ বিজিপির ) নায়েব সবেদার মোঃ ওয়াহিদুল ইসলাম, এবং পঞ্চগড় সিভিল সার্জন অফিস থেকে, সহকারী সার্জন, এমবিবিএস, বিসিএস, স্বাস্থ্য ডা: মোঃ সাফাত বিন সাহ্ সহ বিজিপির সদস্যরা উপস্থিত ছিলেন।