মামলা বেড়ে ২৩, গ্রেপ্তার ১৯০

শেয়ার করুন
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও ৪টি মামলা নিয়েছে পুলিশ। এনিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ২০টি। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনসহ মোট ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এতে সদর থানার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি এবং বোদা থানায় মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫টি। মোট ২৩টি মামলায় আসামি ১২ হাজারেরও বেশি।
সোমবার (১৩ মার্চ) সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা, পঞ্চগড় অনলাইন ডটকম কে এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত শুক্রবার (৩ মার্চ) আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পঞ্চগড়। জুমআর নামাজের পর আহমদিয়াদের তিন দিনব্যাপী জলসা বন্ধসহ তাদের অমুসলিম ঘোষণার দাবিতে জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বড় পরিসরে চৌড়ঙ্গী মোড়ের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে শুরু হয় সংঘর্ষ। এঘটনায় দুইজন নিহতও হন
পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। আসামি গ্রেপ্তার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, ভিডিও ফুটেজ, গোয়েন্দা তথ্য, বিভিন্ন স্টিল ছবি যাচাই-বাছাই করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।