ভিবিডি পঞ্চগড়ের মাঠ প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচী

শেয়ার করুন

ভিবিডি পঞ্চগড় জেলার আয়োজনে বিষমুক্ত শাকসবজি চাষে উৎসাহিত করতে মাঠ প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ১০ জুন বিকাল ৪ টায় জমভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।

“বিষমুক্ত উঠান শাকসবজি চাষ, সুখে থাকবো বারো মাস মাস” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচী পালন করা হয়।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আল ইমরান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং পঞ্চগড় সদর উপজেলার ২ নং ইউনিয়েনের ইউপি সদস্য হুমায়ুন কবীর বাবু প্রধান ও সমাজসেবক আনছারুল হক প্রধান। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভিবিডি পঞ্চগড় জেলার সভাপতি বাবলুর রশিদ বাবলু, সহ-সভাপতি সোলায়মান আলী, সাধারণ সম্পাদক তপন বর্মন, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ্ রনি, মানব সম্পদ কর্মকর্তা রাবেয়া বসরি ইতি, কোষাধ্যাক্ষ অনিক ইসলামসহ ভিবিডি পঞ্চগড় জেলার ২৫ জন সদস্য।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আর আমরা কৃষকের সন্তান। আমরা ইচ্ছা করলেই আমাদের নিজ বাড়ির আশেপাশে বিষমুক্ত শাকসবজি রোপন করতে পারি। তিনি উপস্থিত এলাকার মহিলাদের তাঁদের সন্তানকে বাল্যবিবাহ না দেওয়ার অনুরোধ করেন। তিনি পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবীদের মদ, জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানান। এছাড়া তিনি পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবীদের অসংখ্য ধন্যবাদ জানান এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্যে ।

ভিবিডি পঞ্চগড় জেলার সহ-সভাপতি সোলায়মান আলী তাঁর বক্তব্যে বাড়ির উঠান, আঙিনা ও পরিত্যক্ত জায়গায় শাকসবজি চাষ করতে আহ্বান জানান । মাদক, আত্নহত্যা, মোবাইলের অপব্যবহার থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদের সচেতন হতে বলেন।

উক্ত কর্মসূচীতে ৫০ জন মহিলাদের মধ্যে লালশাক, পুইঁশাক, কলমিশাক, ধুন্দল, লাউ, ঝিঙা ও বরবটির বীজ প্রদান করা হয়।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button