ভারতের প্রজাতন্ত্র দিবসে পঞ্চগড়ে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

শেয়ার করুন
ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পঞ্চগড় ব্যাটালিয়ন ( ১৮ বিজিবি ) বাংলাদেশ ও ভারত অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করেছে, ভারতের সাহায্য ও সহযোগিতা তারই প্রমাণ।
The Dark Side Of Big Pharma buy testosterone vial online details, fiction and buy anabolic steroids in australia
এজন্য ভারতে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে মিষ্টি বিতরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার ( ১৪ আগস্ট ) যথাযথ মর্যাদা ও বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। দিবসটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ফাঁড়িতে পঞ্চগড় ব্যাটালিয়ন ( ১৮ বিজিবির ) ক্যাম্প কমান্ডারদের নিয়ে বিএসএফ বিজিবিকে মিষ্টি বিতরণ করেন, পাশাপাশি বিজিবিও তাদেরকে মিষ্টি বিতরণ করেন।
এতে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তারা। এছাড়াও শান্তিপূর্ণ ভাবে কাজ করার জন্য একে অপরের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা আবশ্যক বলে মন্তব্য করেন পঞ্চগড় ব্যাটালিয়ন ( ১৮ বিজিবির ) অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ মাহফুজুল হক, ও ভারতের সীমান্ত রক্ষাবাহিনী।
Bodybuilding remedies for joint pain – qingdao echemi technology co., Ltd viagra from stores bodybuilding distributor in france: europages teams.
বাংলাদেশ-ভারত পঞ্চগড় ব্যাটালিয়ন ( ১৮ বিজিবির ) প্রত্যাশা, ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উভয় দেশে শান্তি, সম্প্রীতি ও অর্থনৈতিক উন্নতি অর্জিত হোক। প্রসঙ্গত, আজ ১৪ আগস্ট ভারত ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।