পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

শেয়ার করুন

পঞ্চগড়ে পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ও বুধবার দুপুর পর্যন্ত জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

জানা গেছে, বুধবার সকালে বাংলাবান্ধা ইউপি সদস্য বুলবুল স্থলবন্দর এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত (৪৬)এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ও প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে, মঙ্গলবার পঞ্চগড় সদরের মাগুরা এলাকায় এক ব্যক্তিতে (৪৫) অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ও তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমানুল্লাহ মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, মৃতদের পরিচয় শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button