পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেয়ার করুন

পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় একইদিনে পৃথক স্থানে পানিতে ডুবে মায়ান ও সিফাত নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সর্দারপাড়া ও খাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- মায়ান (৩) ও সিফাত (৪)। মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে। সিফাত উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।

জানা গেছে, শিশু মায়ান শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে খেলছিল। সেসময় বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের খালে পড়ে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একইদিন দুপুর ১২টার দিকে শিশু সিফাত বাড়ির পাশের স্কুল মাঠে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে মাঠের পাশের পুকুরে পড়ে তার মৃত্যু হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু মুসা বলেন, পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button