পঞ্চগড় টু ঢাকা রুটের ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। বিস্তারিত

শেয়ার করুন

বেড়েছে নতুন স্টপেজ।
পঞ্চগড় – ঢাকা – পঞ্চগড় রুটে চলাচল কারি,
বহুল আলোচিত ৭৯৩/৭৯৪ #পঞ্চগড় এক্সপ্রেস, আগামী ১০ জানুয়ারি থেকে পীরগঞ্জ স্টপেজ দিবে। সাথে শান্তাহার ও স্টপেজ পাচ্ছে।
তাহলে স্টপেজ হবে,উচ্চ
পঞ্চগড় – ঠাকুরগাঁও – পীরগঞ্জ – দিনাজপুর – পার্বতীপুর – শান্তাহার – ঢাকা বিমানবন্দর ও ঢাকা কমলাপুর।
এছাড়াও পরিবর্তন করা হচ্ছে সময়। পরিবর্তিত সময় অনুযায়ী,
৭৯৩/৭৯৪ #পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় ছাড়বে দুপুর ১২:৩০, ঢাকা পৌঁছাবে রাত ০৯:৫৫
ঢাকা ছাড়বে রাত ১০:৪৫, পঞ্চগড় পৌঁছাবে সকাল ০৮:৫০

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন

এছাড়া একই রুটে চলাচল কারি ৭০৫/৭০৬ #একতা এক্সপ্রেস এর সময় একটু পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময় অনুযায়ী,
পঞ্চগড় ছাড়বে রাত ০৯:১০, ঢাকা পৌঁছাবে সকাল ০৮:১০
ঢাকা ছাড়বে সকাল ১০:১০, পঞ্চগড় পৌঁছাবে রাত ০৯:০০
আবার একই রুটে চলাচল কারি ৭৫৭/৭৫৮ #দ্রুতযান এক্সপ্রেস এর সময় একটু পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময় অনুযায়ী,
পঞ্চগড় ছাড়বে সকাল ৮:১০, ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ০৬:৫৫
ঢাকা ছাড়বে রাত ০৮:০০, পঞ্চগড় পৌঁছাবে সকাল ০৬:১০
এছাড়াও দ্রুতযান ট্রেনটি আগামী ১০ তারিখ থেকে আহসানগঞ্জ স্টপেজ দেবে।
তাছাড়া আগামী ১০ জানুয়ারি থেকে ৫২ টাইম টেবিল কার্যকর হবে। সাথে অনেক ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।

মন্তব্য করুন

Back to top button