পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষে চাচার হাতে ভাতিজা খুন

শেয়ার করুন

পঞ্চগড় সদর উপজেলায় চাকলাহাট ইউনিয়নের শিংরোড দেওয়ানিপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে রবিউল ইসলাম (৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও  ১০ জন। সোমবার (০২ মার্চ) সকালে মৃত তমিজ উদ্দীনের ছেলে।

আটকরা হলেন- একই পাড়ার সফির উদ্দিনের ছেলে মোস্তফা (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ও ছেলে ফরিদুল ইসলাম (১৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চার শতক জমি নিয়ে চাচা নূর মোস্তফার সঙ্গে ভাতিজা রবিউলের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে চাচা ও ভাতিজার দুই পরিবারের মধ্যে ঝকরা বিবাদ শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে চাচা মোস্তফার আঘাতে গুরুতর আহত হন রবিউল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান লোপা।

এ ঘটনায় উভয় পরিবারের ১০ জন আহত হয়েছেন। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।

২ মন্তব্য

মন্তব্য করুন

Back to top button