পঞ্চগড়ে গ্রামীণ ব্যাংকের ত্রাণসামগ্রী বিতরণ

শেয়ার করুন

পঞ্চগড়ে প্রাণঘাতি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সংগ্রামী সদস্যদের মাঝে নগদ অর্থসহ আগামী একমাসের খাদ্যসামগ্রী বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক।

রোববার দুপুরে সদর উপজেলার সাতমেড়া শাখা কার্যালয়ে দ্বিতীয় দফায় ৪৫ জন সংগ্রামী সদস্যের মাঝে (ভিক্ষুক) এই ত্রাণসামগ্রী তুলে দেন গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁও যোনাল ম্যানেজার মো. আহাম্মদ আলী। তিনি জানান, ঠাকুরগাঁও যোনের মোট ছয়টি এরিয়ায় এর আগে প্রথম দফায় মোট ৪৫৪ কে ৩০ কেজি চাল, আট কেজি আলু, চার কেজি পেঁয়াজ, দুই কেজি লবণ, আধা কেজি রসুন, দুই লিটার ভোজ্য তেল এবং দুই ধরণের ছয়টি সাবানসহ প্রত্যেকের মাঝে ৬০০ টাকা করে বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। এখন দ্বিতীয় দফায় বিতরণ চলছে।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চড়ের এরিয়া ম্যানেজার ইউনুস আলী, ঠাকুরগাঁও যোনের অবলোকন কর্মকর্তা আব্দুস সবুর, শাখা ব্যবস্থাপক আজিজুর রহমানও সেকেন্ড অফিসার মতিউর রহমান।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।

মন্তব্য করুন

Back to top button