পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

শেয়ার করুন

দেশের উত্তরের একমাত্র চিনি শিল্প “পঞ্চগড় সুগার মিলের” অবসরপ্রাপ্ত শ্রমিকরা তাদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ পাওনা টাকা আদায়ে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার ( ৭ জুন ) সকালে সুগার মিল অফিস ভবনের সামনে থেকে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সুগার মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

এসময় বক্তারা বলেন, পঞ্চগড় সুগার মিলে ২৬৭ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের ১০ কোটি টাকা বকেয়া রয়েছে। চাকুরি জীবন শেষ করে আজও পর্যন্ত গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ টাকা তারা পায়নি। এতে করে শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। সমাবেশে অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করার জোড় দাবী জানানো হয়।

সমাবেশে পঞ্চগড় সুগার মিল অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নাইবুল হক, সাধারন সম্পাদক মোঃ শহিদুল্লাহ-২, অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ এর সাধারন সম্পাদক ফেরদৌস ইমাম প্রমূখ বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ সমাবেশ শেষে পঞ্চগড় সুগার মিল কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

এবিষয়ে পঞ্চগড় সুগার মিল এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।

সূত্র
kingsnews24
যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button