পঞ্চগড় রেড ক্রিসেন্ট ইউনিট এর শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালিয়াগঞ্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো আবু সারওয়ার বকুল, সেক্রেটারি মো আননুর ইসলাম, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট লেভেল অফিসার বজলুল করিম চৌধুরী, ও ইউনিটের সদস্যবৃন্দ।
এ সময় প্রায় ৪ শতাধিক গরীব ও অসহায় শীতার্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।