পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় জেলার ৫ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন

বৃহস্পতিবার (২১শে জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় সদর উপজেলার মাহান পাড়া আশ্রয়ন প্রকল্প গুচ্ছগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এমন ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, রেলপথ মন্ত্রী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন, এবং জনপ্রতিনিধি, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

উপজেলাগুলো হলো পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী উপজেলা, তেঁতুলিয়া উপজেলা, দেবীগঞ্জ উপজেলা, বোদা উপজেলা। জেলায় মোট ৪৮৫০টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ৫ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দেন। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সুবিধাভোগীদের মধ্যে কথা বলেন, এসময় প্রধান মন্ত্রী বলেন, এরই মধ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৫ লাখ ৯ হাজার ৩৭০ পরিবারকে ভূমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মাধ্যমে ৭ হাজার ৮০৯ পরিবার, ভূমি মন্ত্রণালয় ৭২ হাজার ৪৫২ পরিবার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ৪ হাজার ২৩৭ পরিবার, বাংলাদেশের গৃহায়ণ তহবিল থেকে ৮৮ হাজার ৭৮৬ পরিবার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮ হাজার ৬০৯ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এভাবে সারাদেশে মোট ৭ লাখ ১১ হাজার ৬৩ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button