পঞ্চগড়ে ভিবিডি আয়োজনে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

শেয়ার করুন

পঞ্চগড়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পঞ্চগড় জেলার আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ১৭ মার্চ) সকাল ১১ টায় পঞ্চগড় সদরের দেশ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে ভিবিডি পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবীরা শিশুদের আনন্দ দিতে ও তাদেরকে বাংলার সংস্কৃতি গুলোকে ধারণ করার লক্ষ্যে মোবাইল আসক্ত না হয়ে পরে যাতে খেলাধুলার মাধ্যমে সুস্থ সবল মানসিকতায় পরিপুষ্ট হয় সেই আহব্বান জানান। প্রতিবন্ধী শিশুরা যে আমাদের বোঝা নয় বরং তারাও আমাদের সম্পদ তাদেরও আছে স্বাভাবিক ১০ টা বাচ্চার মত মর্যাদা লাভের অধিকার এই তথ্য গুলো অভিভাবকদের মাঝে তুলে ধরেন।

ভিবিডি পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক তপন বর্মন বলেন, এই ইভেন্টের মাধ্যমে আমরা চেয়েছিলাম শিশুদের এক চিলতে হাসি দেখতে, আমরা চেয়েছিলাম শিশুদের প্রতিভাগুলো বিকাশ করতে। আমরা চেয়েছিলাম অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বোঝাতে তাঁরা ও দেশের সম্পদ, বোঝা নয়। আমরা দিনশেষে ইভেন্ট সম্পূর্ণ করতে পেরেছি এবং আমাদের উদ্দেশ্যগুলো পূরণ করতে পেরেছি।

পঞ্চগড়ে ভিবিডি আয়োজনে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব- Sports fun festival for autistic children organized by VBD in Panchagarh
পঞ্চগড়ে ভিবিডি আয়োজনে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব- ছবি: তপন বর্মন

প্রতিযোগীতায় দেশ প্রতিবন্ধী স্কুলের ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এর পাশাপাশি ভিবিডি পঞ্চগড় জেলার পক্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে টিফিন বক্স শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো. জহিরুল ইসলাম ও উক্ত স্কুলের শিক্ষকসহ অভিভাবকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ভিবিডি পঞ্চগড় জেলার ২৫ জন স্বেচ্ছাসেবী।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button