পঞ্চগড়ে ২৪ ঘন্টায় আরো ১১ ডেঙ্গু রোগী সনাক্ত, মোট আক্রান্ত ৪০ জন

শেয়ার করুন

পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় আরো বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।  নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিস।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ঢাকাফেরত পাঁচজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তবে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে দেবীগঞ্জে। জেলার বাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ডেঙ্গু বিষয়ে তেমন সচেতন না থাকায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ডেঙ্গু রোগী মোঃ মাসুদ রানা বলেন, গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছি। বর্তমানে কিছুটা সুস্থ বোধ করছি।

মোঃ মাহবুবুর রহমান নামে আরেক রোগী জানান, ঢাকায় জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে দেখভাল করার মতো কেউ না থাকায় মায়ের কথামতো পঞ্চগড়ে এসে চিকিৎসা নিচ্ছি। তবে বর্তমানে শরীরে জ্বর বেশি।

পরিবার ও স্বজনরা জানান, হাসপাতালে ভর্তির পর কিছুটা অবস্থার উন্নতি হয়েছে। তবে এই ধরনের রোগে আমাদের কেউ আগে আক্রান্ত হয়নি।

পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৪০ জনের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রমেকে প্রেরণ করা হয়েছে। পুরো সুস্থ হওয়া মোট ১৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্য রোগীরা কিছুটা সুস্থ থাকায় তারা নিজ নিজ বাড়িতে হতে চিকিৎসা গ্রহণ করছেন। তবে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা হতে জ্বরসহ বিভিন্ন সমস্যা নিয়ে তারা পঞ্চগড়ে আসেন।

সূত্র
rcn24bd
যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।

মন্তব্য করুন

Back to top button