পঞ্চগড়ে শীতার্ত মানুষের পাশে ধ্রুবতারা ফাউন্ডেশন

শেয়ার করুন

শীর্তাত মানুষদের পাশে দাড়াঁনোর জন্যে পঞ্চগড় জেলায় শীতবস্ত্র বিতরণ করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন,পঞ্চগড় জেলা শাখা।

১৭ জানুয়ারী ( মঙ্গলবার) ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদোগে পঞ্চগড় জেলার লাখেরাজ গুনটি,মাগুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল হাসনাত। আরো উপস্থিত ছিলেন ধ্রুবতারা রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েদ ও ধ্রুবতারা পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত কর্মসূচিতে ১০০ জন শীর্তাত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে মানুষগুলো অনেক খুশি হয়।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button