দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ গেল শিক্ষার্থীর

শেয়ার করুন

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ফারহান লাবিব (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত ৮টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার ধনীপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক লাবিব। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ফারহান লাবিব পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার মকলেছুর রহমানের ছেলে। তিনি রংপুর ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, ফারহান লাবিব দ্রুতগতির মোটরসাইকেল রাইডার হিসেবে পরিচিত ছিলেন। মহাসড়কে পাল্লা দেওয়া, ড্রাইভ দেওয়াসহ মোটরসাইকেল নিয়ে নানা কসরত আয়ত্ত করছিলেন এই তরুণ। রবিবার রাত ৮টার সময় বোদা উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন লাবিব। ফেরার পথে ধনীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সড়কের পাশে থাকা পাম্পে মোড় নেওয়ার সময় তার মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন লাবিব। তাঁর মোটরসাইকলেটিও ভেঙে চুরমার হয়ে যায়।

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ফারহান লাবিব (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে - A college student named Farhan Labib (22) died in a road accident in Panchgarh

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার বেলা আড়াইটায় পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় কেন্দ্রীয় গোরস্তানে জানাযা শেষে তাঁর লাশ দাফন করা হয়।

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ফারহান লাবিব (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ফেসবুকের প্রোফাইলের ছবি পরিবর্তন করে ফারহান লাবিব লিখেছিলেন, ‘মানুষের পরিবর্তন এবং মৃত্যু কখনো বলে আসে না!’ছবি: সংগৃহীত

বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে লাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।’

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button