দেবীগঞ্জে আঞ্চলিক ইজতেমা শুরু বৃহস্পতিবার

শেয়ার করুন
জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে পঞ্চগড়ে জেলা ইজতেমা আগামী বৃহস্পতিবার (২মার্চ) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে।
ইজতেমা উপলক্ষে ইতিমধ্যে দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ স্কুল মাঠে পুরোদমে চলছে অবকাঠামো তৈরির কাজ। গত কয়েকদিন যাবৎ শতাধিক তাবলীগ জামাতের সদস্য ও সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমে জোরে সরে চলছে ইজতেমার প্রস্তুতির কাজ।
আগামী শনিবার (৪ মার্চ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই জেলা ইজতেমা।
ইজতেমায় পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা এবং আরব,তিউনিশিয়া,সুদানসহ কয়েকটি দেশের মুরব্বিরা অংশগ্রহণ করবেন।
পঞ্চগড় জেলা ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রফেসর মুক্তার আলী জানান, ইজতেমার প্রস্তুতি সম্পন্ন করতে জেলার বিভিন্ন স্থান থেকে তাবলীগ জামাতের সদস্যরা এখানে কাজ করছেন। প্রায় ৫০ হাজার মানুষের ধারণ ক্ষমতার তাঁবু তৈরি করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের সুপেয় পানির জন্য ২৫ টি টিউবওয়েল, ওজুর জন্য ৬ টি অযুখানা এবং ২৫০ টি অস্থায়ী টয়লেট স্থাপন করা হবে।
দেবীগঞ্জে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনে এবং রাতে সর্বদাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ থাকবে।