দুই মোরটসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

শেয়ার করুন
পঞ্চগড়ের আটোয়ারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের চার আরোহী।
রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার তোড়েয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল তোড়েয়া ইউনিয়নের ভেদুপাড়া কাঁঠালী গ্রামের বুদু মিয়ার ছেলে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ভেদুপাড়া কাঁঠালী গ্রামের আশরাফুলের ছেলে হাসিবুল (১৬), রাধাগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে সাব্বির (২৮) ও একই এলাকার জমির উদ্দীনের ছেলে সারোয়ার (৩০)।
স্থানীয়রা জানান, বিকেলে নজরুল ও হাসিবুল একটি মোটরসাইকেলে করে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন। তারা তোড়েয়া ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌঁছালে আটোয়ারী থেকে পঞ্চগড়মুখী তিন আরোহী থাকা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নজরুল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চারজন। পরে স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
আহতদের মধ্যে একজন প্রাথিমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।