পঞ্চগড়ে ক্রিয়েটিভ অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত

শেয়ার করুন

শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলার মধ্য দিয়েই শেষ হলো ক্রিয়েটিভ অলিম্পিয়াড-২০২৩।  শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯ টায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্রিয়েটিভ অলিম্পিয়াড শুরু হয়।

সৃজনকে হাতে ধরি মেধাকে বিকাশ করি, এই মর্মে ২০১৯ সালে যাত্রা শুরু করে ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব। এর আগে ২০১৭ সাল থেকে সংগঠনের নাম ছিলো সৃজনশীলতা অন্বেষণ। সংগঠন শুরুর পেছনে মুল কারন ছিলো ছাত্র ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলা এবং তুলনামুলক পিছিয়ে থাকা এই জেলার ছাত্র ছাত্রীদের কাছে পৌছে দেওয়া সেই সকল সুযোগসুবিধা এবং সেই সকল শিক্ষামুলক আয়োজন যা স্কুল জীবনে কখনো পায়নি।

পঞ্চগড়ে ক্রিয়েটিভ অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত - Creative Olympiad 2023 held at Panchagarh 02
ছবি: পঞ্চগড়ে ক্রিয়েটিভ অলিম্পিয়াড ২০২৩ আয়োজক সকল সদস্যগণ

ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব (CSC) এর প্রধান আয়োজক এ এস টি তন্ময় বলেন, ক্রিয়েটিভ অলিম্পিয়াড ২০২৩ ছিলো আমাদের এ যাবতকালীন সবচেয়ে বড় প্রোগ্রাম যেখানে আমরা চেষ্টা করেছি ছাত্র ছাত্রীদের মধ্যে থাকা সুপ্ত লুকায়িত জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে বের করে আনার। সাথে ছিলো এই আধুনিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারনেটের সঠিক ব্যাবহার এবং নিজেকে সুরক্ষিত রাখা বিষয়ক ওয়ার্কশপ।

পঞ্চগড়ে ক্রিয়েটিভ অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত - Creative Olympiad 2023 held at Panchagarh 02
ছবি: অংশগ্রহণকারী শিক্ষার্থীদের লাইনে দাড়ানো

১ মাস যাবত চলা রেজিস্ট্রেশন ক্যাম্পেইনে ছয় শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। ইভেন্টে উপস্থিত ছিলো ৫৫০ এর বেশি শিক্ষার্থী এবং আরো ৫০ এর বেশি অভিভাবক। আমাদের সাথে ছিলো দেশের অন্যতম ইন্জিনিয়ারিং প্রতিষ্ঠান বুয়েট, রুয়েট ও মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় থেকে আসা ৫ জন ভিজিটর। যারা পুরো সময়টা মনিটরিং করেছে আয়োজনটি। অন্যদিকে ছিলো ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবের ৫৫ জন ভলেন্টিয়ার। যারা স্বতঃস্ফূর্তভাবে সম্পুর্ন ইভেন্টি আয়োজন করে।

ইভেন্ট শুরু হয় সকাল ১০ টায় এবং সমাপ্তি হয় বিকেল ৫ টায়, ইভেন্টটির সার্বিক সহযোগিতায় ছিলো, শাই টি, ফটো ফ্রেম, কেক এন্ড ক্রাফ্ট, সাইবার ফোর্স বিডি এবং অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল পঞ্চগড় অনলাইন ডটকম।

যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button