পঞ্চগড়ে একদিনেই আরও ৩৮ জনের করোনা শনাক্ত

শেয়ার করুন

পঞ্চগড়ে নতুন করে আরও ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে শনাক্তের সংখ্যা দিন দিন বেড়ে চললেও স্বাস্থ্য সচেতনতা মানতে দেখা যায় না কারো মাঝে।

রোববার (৩০ জানুয়ারি) দিনগত রাতে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের এক বিজ্ঞপ্তিতে আক্রান্তের সংখ্যা নিশ্চিত হওয়া যায়।

জানা গেছে, রোববার (৩০ জানুয়ারি) দেয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় পঞ্চগড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জন। এর মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৫৪ জনের নমুনা রিপোর্ট পরীক্ষা করে ৩১ জনের শীরের করোনা শনাক্ত ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা রিপোর্ট পরীক্ষা করে ৫ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫২.১৭ শতাংশে।

এ নিয়ে পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৫৫ জন। এ পর্যন্ত পঞ্চগড় জেলায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছে ৩ হাজার ৭৭৫ জন।

৩০ জানুয়ারি দেয়া ফলাফলে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ২৯ জন, বোদা উপজেলায় ৩ জন, দেবীগঞ্জ উপজেলায় ১ জন, তেঁতুলিয়া উপজেলায় ৫ জন।

সরেজমিনে পঞ্চগড় সদর উপজেলাসহ বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে কেও স্বাস্থ্য বিধি মানছেন না। অনেকেই মাস্ক ছাড়া যত্রতত্র ঝুঁকিপূর্ণ ভাবে ঘুরছেন এবং জনসমাগম করছেন। তবে সচেতন মহলের দাবী এখনি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করা না গেলে পঞ্চগড়ে করোনা ভাইরাস আরো মারাত্মক ভাবে রূপ ধারণ করবে।

সূত্র
abnews24
যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।
Back to top button