ঐতিহ্যবাহী পঞ্চগড় চিনিকল বন্ধের প্রতিবাদে সিপিবির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেয়ার করুন
ঐতিহ্যবাহী পঞ্চগড় চিনিকল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, সম্পাদকমন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, বীরমুক্তিযোদ্ধা এম এ,হান্নান, সাবেক ছাত্রনেতা লিহাজ উদ্দীন মানিক, পঞ্চগড় চিনিকল ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি রোকনুজ্জামান, দপ্তর সম্পাদক মাহফুজ খন্দকার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নবীর হোসেন খান প্রমুখ। পরবর্তিতে শহরের বিভিন্ন প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।