ঈদুল আযহা উপলক্ষে জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম

শেয়ার করুন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, পঞ্চগড় জেলা কর্তৃক আয়োজিত নিরাপদ খাদ্য নিশ্চিতে কোরবানির গবাদিপশু জবাই, মাংস প্রস্তুত ও সংরক্ষণে করণীয় সম্পর্কে জনসচেতনতা মূলক মাইকিং কার্যক্রম এবং লিফলেট বিতরণ করা হয়েছে ।
তিনদিনের কর্মসূচির শেষ দিন বৃহস্পতিবার ( ৭ জুলাই ) সকাল থেকে পঞ্চগড় পৌর এলাকার রাজনগর পশুর হাট এবং বিভিন্ন হাট-বাজারে এই কার্যক্রম চালান পঞ্চগড় জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো. ইয়ামিন হোসেন । এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর, মো: হুমায়ুন কবির, পঞ্চগড় জেলা নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী মো: মাসুম আলী, অফিস সহায়ক, এম এম আবু হাসান উপস্থিত ছিলেন ।
এসময় কোরবানির গবাদি পশু জবাই, মাংস প্রস্তুত ও সংরক্ষণে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করেন । এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গরু ক্রেতা বিক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করেন। পঞ্চগড় জেলায় বিভিন্ন পশুর হাট-বাজারে মাইকিং করে মুসল্লিদের উদ্বুদ্ধকরণ করা হচ্ছে।জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা শুরু হয়েছে ।