আটোয়ারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেয়ার করুন
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় জীবন সেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি ) সকালে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জীবন সেন আটোয়ারী উপজেলার রসেয়া এলাকার ভলা নাথের ছেলে।স্থানীয়রা জানায়, জীবন সেন বাড়ি থেকে আটোয়ারীর উপজেলার ফকিরগঞ্জ বাজারে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জীবন সেন মারা যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।