পঞ্চগড়ে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম শুরু

আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের অনলাইন নিলাম উদ্বোধনের একমাস পর পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকালে নিলাম কেন্দ্রের প্রথম কার্যক্রম শুরু হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে কার্যক্রম মনিটরিং করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

বুধবার (৪ অক্টোবর) স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় চেম্বার ভবনে অনলাইন চা নিলামের আয়োজন করে। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উদ্যোগে এ নিলামের আয়োজন করা হয়।

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশনের কার্যক্রম বাস্তবায়নে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিলামে যুক্ত হন বিটাররা। প্রথমে হিমালয় ব্রোকার হাউজের প্রায় ৭০ হাজার কেজি চা বিক্রির জন্য নিলামে তোলা হয়।

প্রথমবারের মতো চট্রগ্রামের পরিবর্তে নিজ জেলা পঞ্চগড়ে চায়ের নিলামে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করছেন বিটাররা।

চা বোর্ড জানায়, স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর পরিচালনায় উত্তরাঞ্চলের তিন জন ব্রোকার এবং প্রায় ২৫জন বায়ার অনলাইন নিলামে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে নয়টায় অনলাইনে নিলাম কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪১৯ লটে ১ লাখ ১৩ হাজার কেজি চা নিলামে বিক্রির জন্য অফার করা হয়। গত ১৪ সেপ্টেম্বর টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় পঞ্চগড় নিলাম কেন্দ্রর জন্য চলতি মৌসুমে মোট ১২টি নিলাম অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে সিডিউল ঘোষণা করে চা বোর্ড। আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।

পঞ্চগড় স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোঁকন জানান, চা বোর্ডের দেয়া সিডিউল অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথমবারের মতো অনলাইনে নিলামে সবাই স্বতফুর্তভাবে অংশগ্রহণ করেছেন। এখন থেকে মাসে দুইবার (১৪ দিন পর পর) নিলাম কার্যক্রম হবে। নিলামে যারা সর্বোচ্চ বিট করবেন তাদের ১৪ দিনের মধ্যে টাকা জমা দিয়ে চা নিতে হবে।

চা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘উত্তরাঞ্চলসহ দেশের চা সংশ্লিষ্টদের জন্য আজ একটি স্মরণীয় দিন। দেশে চা নিলামের ইতিহাসে প্রথমবারের মত একটি পূর্ণাঙ্গ অনলাইন নিলাম চালুর ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই এখন বায়ারদের নিলামে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

সূত্র
bbsbangla
যেভাবে নিউজ পাঠাবেননিউজ পাঠাতে ইচ্ছুক যে কেউ panchagarhonline@gmail.com এই ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে নিউজ পাঠাতে পারেন। আমরা যাচাই বাচাই শেষে আপনার নিউজ যথারীতি প্রকাশ করবো। উল্লেখ্য, নিউজগুলো অবশ্যই পঞ্চগড় জেলার সম্পর্কিত হতে হবে।

এখানে আপনার মন্তব্য  জানান

বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, পঞ্চগড় অনলাইন ডট কম এর দায়ভার নেবে না।

মন্তব্য করুন

Back to top button